Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সমবায় অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবা ও গুরুত্বপূর্ণ তথ্য

  1. সমবায় একটি নিবন্ধনকৃত এবং গণতান্ত্রিক শৃঙ্খলায় পরিচালিত অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্তি রয়েছে।
  2. নিবন্ধক বা অনুমোদন ব্যতিত কোন সংগঠন কিংবা সমিতি বা সংঘের নামে “সমবায়”বা “কো-অপারেটিভ”শব্দ ব্যবহার করা যায় না এবং কেউ যদি এই আইনটি লংঘন করেন তবে দায়ী ব্যক্তি অনধিক এক বৎসর কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
  3. একটি প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নূন্যতম ২০(কুড়ি) জন ব্যক্তি সদস্যের প্রয়োজন।
  4. কেন্দ্রীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি,যার সদস্য হবে একইরূপ অন্ততঃ ১০(দশ)টি প্রাথমিক সমবায় সমিতি।
  5. জাতীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি,যার সদস্য হবে একই উদ্দেশ্য সম্বলিত  ১০(দশ)টি কেন্দ্রীয় সমিতি।
  6. সমবায় সমিতির নিবন্ধনের উদ্দেশ্য নির্ধারিত ফরমে,নির্ধারিত পদ্ধতিতে,নির্ধারিত ফি,সমিতির প্রস্তাবতি উপ-আইনের তিনটি কপি এবং নির্ধারিত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদনপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধক ৬০ দিনের মধ্যে নিবন্ধন কার্য সমাপ্ত করবেন অথবা ৩০দিনের মধ্যে সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় তথ্য দাখিলের পরামর্শ দিতে পারেন।
  7. নিবন্ধন সনদঃ পেশকৃত নিবন্ধনের কোন আবেদন মঞ্চুর হলে নিবন্ধক আবেদনকারীর বরাবরে নির্ধারিত ফরমে একটি নিবন্ধন সনদ ইস্যু করবেন এবং এ সনদ উক্ত সমিতির নিবন্ধনের ব্যাপারে চূড়ান্ত প্রামাণ্য দলিল হিসেনে গণ্য হবে।
  8. প্রত্যেক সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ সংস্থা যার স্থায়ী ধারাবাহিকতা আছে।
  9. সমবায় আইন,বিধি ও উপবিধি পালন শর্তে সমবায় সমিতির চূড়ান্ত কর্তৃত্ব তার সাধারণ সভার উপর বর্তাবে।
  10. প্রত্যেক সমবায় সমিতির ব্যবস্থাপনার দায়িত্ব আইন,বিধি,উপ-বিধি মোতাবেক গঠিত এবং একটি ব্যবস্থাপনা কমিটির উপর ন্যস্ত থাকবে এবং সাধারণ সভায় সম্পাদনযোগ্য কার্য ব্যতিত সকল কার্য উক্ত কমিটি সম্পাদন করবে।
  11. সমবায় আইন অনুযায়ী প্রত্যেক সমবায় সমিতিতে কমপক্ষে ৭(সাত)টি রেজিস্টার হালনাগাদ সংরক্ষণ করতে হবে।
  12. সাধারণ সভার অনুমতি ব্যতিত কোন সমবায় সমিতির স্থাবর সম্পত্তি এবং যন্ত্রপাতি বা যানবাহনের ন্যায় সম্পত্তি যা সমিতির মূলধনের অংশ তা বিক্রয়,বিনিময় বা ৫(পাঁচ) বৎসরের অতিরিক্ত সময়ের জন্য ইজারা প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে। এর ব্যত্যয় শাস্তিযোগ্য অপরাধ।
  13. সমিতির হিসাব ও কার্যক্রম নিবন্ধক কর্তৃক মনোনীত বা প্রতিষ্ঠান দ্বারা বাৎসরিক অডিট কার্য সম্পাদন করতে হবে।
  14. সমিতির কার্যক্রমে সংক্ষুব্ধ হলে ব্যবস্থাপনা কমিটির এক তৃতীয়াংশ সদস্য অথবা সাধারণ সদস্যের ১০% নিবন্ধকের নিকট তদন্তের আবেদন করতে পারেন।
  15. সমিতির কার্যক্রম অথবা অবসায়ন অথবা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে কোন সংক্ষুব্ধ ব্যক্তি নিবন্ধক এর নিকট বিধি মোতাবেক সালিস দাবী করতে পারেন। সালিসের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০দিনের মধ্যে আপীল করতে পারেন।
  16. সমবায় আই ভঙ্গকারী কোন ব্যক্তি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা বা ৬(ছয়) মাসের পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
  17. সমবায় সংক্রান্ত যে কোন তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে যে কোন সমবায় কার্যালয়ে কোন ব্যক্তি পরামর্শ করতে পারেন।