সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:
দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার উপজেলা সমবায় কার্যালয়, রামপাল, বাগেরহাট এর কাজের সুনির্দিষ্ট ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট (০+৫+৪) ৯ টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট (৩৮+৪৪+৩৪) ১১৬ টি বিভাগীয় প্রাথমিক সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট (৬৮১৫০+৯০৯৯০+১১৮২০) ১৭০৯৬০/- টাকা অডিট ফি আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট (৩১০১৯+ ৩৭৮৬৬+১১৩৭২) ৮০২৫৭/- টাকা সিডিএফ আদায়পূর্বক সিডিএফ সংশ্লিষ্ট নির্ধারিত সঞ্চয়ী হিসাবে জমা প্রদানকরা হয়েছে। উপজেলাধীন কর্মকর্তাগনের উদ্ভবনী প্রায়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিনত করতে ও এর গুনগত মান উন্নয়নে এ বিভাগে উৎপাদমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, টেকসই সমবায় গঠনে উদ্বুদ্ধকরণ, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস